পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।।
Recent Photograph you may like.
Category | (smartphonephotography ) |
Settings | (13 MP) |
Camera | (Asus ZenPhone 2) |
Lens | (Built in with phone) |
Location | (Dhaka, Bangladesh) |
This is my entry for participation in the #smartphonephotography Contest by @juliank
B City
!steemitworldmap 23.751129 lat 90.390852 long d3scr