এই মহা বিশ্বে প্রচুর পরিমাণ উদ্ভিদ আছে যা আমরা ভালো চিনি যানি। এবং আবার এমনেও কিছু উদ্ভিদ আছে যা আমরা ভালোমতো চিনিনা। এইসব উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ যার দ্বারা মানুষ শরীর অনেক উপকার পায়। যেমন তিল একধণের উদ্ভিদ। তিল সাধারণত একটি কৃষিজ ফসল যা ভালো করে চাষ আবাদ করা হয়ে থাকে। তিল গাছের একধরণের দানা শস্য হল তিল। আফ্রিকাতে তিল চাষ ভালো করা হয়ে থাকে। এছাড়াও এশিয়া মহাদেশের ভারত,বাংলাদেশ,মায়ানমার,চিন এছাড়াও আরো অনেক দেশে তিল চাষ হয়। তিল দানা থেকে বিভিন্ন রকম উপকরণ তৈরি করা হয়। তিল থেকে তৈল হয় আর এই তিলের তৈল মানুষের শরীরের জন্য খুব উপকারী। এছাড়া তিল আরও অনেক জিনিস করা হয়। তিল দিয়ে নাড়ু,, খাজা তৈরি হয়। দাঁতের মাড়ির জন্য তিল খুব উপকারী।