বাংলাদেশের মধ্যে খেলাধুলোর মান বর্তমানে এখন অনেকটায় উন্নতি সাধন করেছে। যার মধ্যে একটি জনপ্রিয় খেলা হলো cricket খেলা।বাংলাদেশের cricket দলকে বর্তমানে উন্নত করার পেছনে যে মানুষটি বড়ো অবদান রেখেছেন তিনি হলো বাংলাদেশ cricket একজন সেরা all-round সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ cricket দলের হয়ে অনেক খেলায় অংশ নিয়েছেন। সাকিব আল হাসানের জন্ম হয় ২৪শেষ এপ্রিল ১৯৮৭ সালে।সাকিব আল হাসানের ছোটো বেলা থেকে খেলাধুলোর উপর আকর্ষণ ছিলো। সাকিব বাংলাদেশের একজন নামকরা all-round cricketer ।সাকিব আল হাসান তার জীবনের 1st অভিষেক খেলা খেলে ২০০৬ সালে Zimbabwe এর বিরুদ্ধে। তার cricket কেরিয়ারে তিনি বাংলাদেশের হয়ে অনেক রেকর্ড তৈরি করেছেন। সাকিবের খেলার মধ্যে একটি বিধংসি মনোভাব দেখা যায়। সাকিবের কেরিয়ারের উন্নত দিক হলো তিনি ২০১৫-২০১৬ সালে আই সি সির সেরা all-round cricketer এর সম্মান পাওয়া। যেখানে তিনি বিশ্বের সব সেরা সেরা allround দের পেছনে ফেলে এক নামবার জায়গাটি দখল করা। সাকিব আল হাসান বাংলাদেশের একজন বড় cricketer