ব্যাতিক্রমি চিন্তাভাবনাঃ
একজন সাধারন মানুষ ও একজন জ্ঞ্যানি মানুষের চিন্তা ধারনার পার্থক্য প্রকাশ পায় তাদের চিন্তাধারনার মধ্য দিয়ে । কোন একটি সমস্যা সমাধানের জন্য পাঁচজন যেই উপায় অবলম্বন করবে আপনি যদি সেই একই উপায় অবলম্বন না করে অন্য উপায়ে সমস্যাটি দ্রুত সমাধান করতে পারেন তাহলে সবাই আপনার চিন্তা ধারনার মুল্যায়ন করবে । তাই সর্বদা সমস্যা সমাধান এর জন্য একটু ব্যাতিক্রম ভাবে চিন্তা করুন । হয়তো অনেকবার ব্যর্থ হতে হবে তাও হতাশা না হয় চেস্টা করতে থাকুন সফলতা আসবেই ।
বিভিন্ন ধরনের ব্লগ বা শিক্ষামুলক ভিডিও দেখাঃ
আমরা সকলেই জানি জ্ঞ্যানের কোন সীমাবদ্ধ নেই। আমরা সবাই অবসর সময়ে বিভিন্ন ধরনের মুভি বা টিভি শো দেখে কাটিয়ে দেই। অনেকে পুরাতন দেখা শো বারবার দেখি, এভাবেই অবসর সময় পার করি। এটা করা কি ঠিক হচ্ছে ? আমার মতে এটা করা একদম ঠিক না । এখনকার ডিজিটাল যুগে এমন কিছু নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না। আপনি আপনার ঘরে বসেই অবসর সময়কে স্কিল শেখার পিছনে ব্যয় করতে পারেন। বহুল প্রচলিত অনেক শিক্ষামুলক ব্লগ রয়েছে যেখানে নানা ধরনের স্কিল যেমনঃ হ্যান্ডিক্রাফট , প্রোগ্রামিং , ফ্রিল্যান্সিং , জাভা কোডিং সহ নানা ধরনের স্কিলের ট্রেনিং ভিডিও সিরিজ পাওয়া যায়। আপনি সেসব দেখে অল্প অল্প করে স্কিল্টি আয়ত্ত করতে পারেন ।