হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জানা অত্যান্ত জরুরি। আমদেরকে জীবনে চলার পথা নানা ধরনের সমস্যার সম্মুখিন হতে হয়। আমরা অনেকেই হতাশ হয়ে ভেঙ্গে পরি আবার অনেকে সেটির মোকাবেলা করে জীবনে সফলতা লাভ করেন। আবার এমন অনেকসময় দেখা যায় কিছু সমস্যার সমাধান করতে গিয়ে নতুন আরেকটি সমস্যায় জড়িয়ে পরতে হয়।এই পোস্টটা সেই সমস্যা এড়িয়ে চলার জন্য। আসুন আমরা কিছু কাজকর্ম এড়িয়ে চলার চেস্টা করি যা নতুন সমস্যার জন্ম দেয়।
Source
আমাদের পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময়েই কলহ বেধে থাকে। এর ফলপ্রুসিতে ঝগড়ার সৃষ্টি হতে পারে। কিছু কিছু সময় বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করার করন এই ঝগড়া হয়ে থাকে। আপনার সাথে যদি আপনার বেস্ট ফ্রেন্ডের ঝগড়া বাধে তাহলে সেই ঝগড়া এড়িয়ে চলার চেস্টা করুন বা এমন কোন বিষয় রয়েছে যেটি আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে সেই বিষয় ও কাজকর্ম করা থেকে বিরত থাকুন।
সবসময় মনে রাখবেন বন্ধুর প্রশংসা ও শত্রুর সমালোচনা এই দুটোই অর্থহীন এবং মুল্যহীন। অন্যের সমালোচনা করবেন না বরং তাকে নিয়ে আলোচনা করুন। তার গুনের দিক গুলা নিয়ে বিবেচনা করুন এবং নিজের মধ্যে ঐ গুন গুলো খুজে পেতে চেস্টা করুন। মুর্খ লোকের সাথে তর্কে জড়াবেন না, এতে আপনারই সম্মান হানি হবে।
আপনার প্রিয় মানুষ যদি আপনাকে সময় না দিয়ে বলে সে খুব বিজি এটা কখনোই মেনে নিবেন না, কেননা বুঝে নিবেন তার লাইফে আপনার গুরুত্ব কমে গেছে। তাই আপনাকে যে বেশি গুরুত্ব দিবে তাকে আপনার মুল্যবান সময় দিন দেখবেন লাইফ সুন্ধর ভাবে অতিবাহিত হচ্ছে।
এখন যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি আপনি পরাশুনা করে কি করবেন, বেশির ভাগ লোক বলবে যে সে একটি ভালো চাকরি করবে , কিন্তু এমন কাউকে পাওয়া যাবে না যে বলবে আমি প্রতিষ্ঠিত হয়ে অন্যকে জব দিবো। তাই আপনার পরাশুনার উদ্দেশ্য চাকরি পাবার জন্য না করে চাকরি দেবার জন্য করুন। লাইফে কখনো সুযোগের জন্য অপেক্ষা করবেন না, মনে রাখবেন সুযোগের অপেক্ষা করে বোকারা, তাই সুজোগ তৈরি করতে শিখুন।
সবশেষে আমি আরেকটি কথা বলতে চাই, আমরা খুব সহজেই হতাশ হয়ে যাই। জব বা কাঙ্ক্ষিত কোন কাজ করতে ব্যর্থ হলে সর্বপ্রথম নিজেকেই দোষ দিতে থাকি । আমরা নিজেদের নিয়ে এমন ভাবনা ভাবতে শুরু করি যেন আমাদের নিয়ে কিছুই হবে না। এমনটা কখনোই ভাবা উচিত না। আল্লাহ তা'য়ালা কোন না কোন উদ্দেশ্যতে তৈরি করেছেন, তাই সঠিক সময়ের অপেক্ষা করুন এবং কঠোর পরিশ্রম করুন দেখবেন সফলতা পাবেন।