Spring has come. The bird is on the tree in the heart of the mind. Every passing moment is going on in the heart. Understanding this, the year ended. New year is coming. In the olden days, we will have to forget the sadness, sorrow, pain and pain, and the new reality. The swollen surroundings The tree has sprouted new leaves. The sky is cloudless by a cloudless cloud of clouds.
Device: Apple I-pad.
বসন্ত এসে গেছে। গাছে গাছে পাখির কলরবে মেতেছে মন। হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণ। এই বুঝি চুক্তি করে বছরটা শেষ হয়ে গেলো। আসছে নতুন এক বছর। পুরনো বছরের গ্লানি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে গিয়ে বাঁচতে হবে নতুন প্রত্যয়ে। চারিদিকে ফুলে ছেয়ে গেছে। গাছে গাছে গজিয়েছে নতুন পাতা। আকাশটা মেঘমুক্ত এক নীরেট নীলাভ মেঘের ছড়াছড়ি।
The river is full of fluttering water. A small boat is tied on one side of the river. All the rivers are full of white flowers. It is filled with heart. This tasteless flower of my favorite flower. Which is not always available everywhere. And although there is a lot of velocity to get it available anywhere.
Device: Apple I-pad.
Device: Apple I-pad.
নদীতে ভরে গিয়েছে কচুরিপানা। নদীর এক পাড়ে ছোট্ট একটি নৌকা বাঁধা আছে। সমস্ত নদী জুড়ে কচুরিপানার ফুল শোভা পাচ্ছে। দেখলেই মনটা ভরে যায়। আমার সব থেকে প্রিয় ফুল এই কচুরিপানা ফুল। যেটা সব সময় সব জায়গায় পাওয়া যায় না। আর যদিও বা কোথাও পাওয়া যায় সেটা তুলতে অনেক বেগ পেতে হয়।