ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ‘দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে’ মারা গেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
দুবাই পুলিশের দেওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় শ্রীদেবী হোটেল অ্যাপার্টমেন্টের পানি ভর্তি বাথটাবে সংজ্ঞা হারিয়ে ডুবে মারা যান।
শনিবার রাতে জনপ্রিয় এই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।
বলা হয়, দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এনডিটিভি জানায়, রোববার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিশ শ্রীদেবীর পরিবার এবং দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটে ময়নাতদন্ত প্রতিবেদন পাঠিয়েছে।