হেলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছ?? আজ আমি তোমাদের সাথে ছাত্র জিবন নিয়ে কথা বলব।ছাত্র জিবন তাকেই বলে যে জিবন এর মাঝে রয়েছে কঠোর পরিশ্রম।ছাত্র জিবন মানে নিয়ম নিতির মাঝে থাকা।ছাত্র জিবন মানে এই নয় যে ভাল ফলাফল করা,ছাত্র জিবন মানে এই নয় যে জিপিএ ৫.০০ পাওয়া,ছাত্র জিবন মানে এই নয় যে নিজেকে এক গাধা বইয়ের মাঝে সিমাবদ্ধ রাখা।
ছাত্র জিবন মানে অনাবিল হাসি খুশির মাঝে লেখাপড়া করা। যে জিবন আমাকে বিরক্তিকর পরিস্থিতিতে ফেলবে না বরং উৎসাহ জাগাবে।পরাশুনা শুধু শ্রেণী কক্ষে না পরাশুনা যে ক কোনো খানে হতে পারে।মনে প্রশান্তি আসবে যেখনে সেখানে অধ্যয়ন করা উচিৎ। হতে পারে কন নিরিবিলি জায়গা।
ছাত্র জিবন সাধনা ছারা হয় না। আমরা যে কোনো কাজই করতে গেলে সবার আগে সাধনা প্রয়জন। সাধনা ছারা কোনো কিছু জয় করা সম্ভব না।সবার আগে সাধনা করে লক্ষ্য থিক করে নেওয়া উচিত।তবেই সাফল্য আসবে জিবনে।
ছাত্র জিবনে ভাল কিছু করার জন্নে অবশ্যই নিজের আত্তার সাথে শপথ করতে হবে হ্যঁ আমি পারব আমি পারব আমাকে দিয়েই সম্ভব।এই শপথ নিজের ভিতরে উৎসাহ জাগাবে ভাল কিছু করার।তবেই আমরা সাফল্য দুওয়ারে অগ্রগামি হব।