হ্যালো বন্ধুরা সবাই কেমন আছ,আশা করি সবাই ভালো steemit গ্রুপের সাথে সম্পর্কটা একটু কমে গেছে মনে হয়, বিগত এক সাপ্তাহ কোনো পোষ্ট করিনি,এমন কি ঈদের খবরও পর্যন্ত নেইনি।মনটা যেন উদাসিন হয়ে আছে আর একটা কথা হচ্ছে steemit থেকে কোনো ইনকাম গয়না,পোষ্ট করতে সময় ব্যয় হয় কিন্তু তার পতিদান পাইনা,আগে steemit থেকে আপভোট পাওয়া যেতো এখন তারাও দেয়না,বিশেষ করে, @good-karma @esteemapp @steemdunk তারা এখন আপভোট দেয়না,এই ছাড়াও মুদ্রার মূল্য একে বারে নাই,আমি আশা করি তারা যদি আবার বিশেষ করে ভোট দেয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ বাড়বে।
এই ছাড়াও Discord থেকে minnowsupport কাছ থেকে আপভোট পেতাম যখন আমার ভুল হলো কপি পোষ্ট করার জন্য steemcleaners রিফুট করলো তখন থেকে Discord ভোট বন্ধ করেছে,আমি চ্যাট করলাম minnowsupport কোনোএক উত্তর পাইনি আশা করি যদি আগের মতে আপভোট ভাই এগিয়ে যাওয়ার জন্য মন বড় হবে আমার।
আর একটা কথা বর্তমান ভোট কিনলে একটু লাভ হয় না 100% ভোট দেয়না এখন ভোট ক্রয় করি steemyado থেকে আশা 100% ভোট দিবে।