আজকে সকাল ১০ টা দিকে ফোন অচেনা নাম্বার থেকে,
কল রিসিভ করার পর ও পাশ থেকে বলল কে? সাব্বির আহমেদ শুভ? আমি বললাম জ্বী। বলল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনার জিনিষ আসছে নিয়ে যান।
আমি অবাক! কেমনে কি? কারো তো পাঠানোর কথাও না তাহলে কিভাবে কি :3
তারপর চলে গেলাম গালস স্কুল :3 এর সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এ। যেয়ে দেখি একটা চিঠির মলাট উলটো করে রাখা বলল এটা আমি দেখে বুঝলাম না এটাই কি আসলো,
তারপর সোজা করলাম দেখলাম দেখলাম লিখা From BikeBD,
তখন খুশিতে মুখ দিয়ে দীর্ঘ নিশ্বাস এর সাথে মুখ থেকে সাউন্ড আসলো আহহহহহহহহহহ! :3
অতঃপর বাসায় চলে আসলাম খুশিতে