সময়ের মূল্য দিতে শিখুন
অনেকে আছে যারা সময়কে একদম মূল্য দিতে বোঝে না। একটি কাজ করতে গিয়া অনেক সময় লাগাই দেই। আর মূল্যবান সময় গুলো নষ্ট করে থাকে । আপনার মূল্যবান সময়কে আপনাকেই মূল্য দিতে হবে। আর সময়কে সঠিক কাজে লাগাতে জানে না। কিন্তু উন্নত বিশ্বে লক্ষ করলে দেখা যাই ওদের জীবন চক্রে সময়ের অনেক মূল্য দিয়া থাকে ।
যেমন জাপান অর্থনৈতিক দিক দিয়া অনেক উন্নত ।এবং এই দেশের মানুষ খাওয়ারও ঠিক মত সময় পাই না। এরা সময় এর যথার্থ মূল্য দিয়া থাকে । এরা সময়ের কাজ সময় করে থাকে । কোন কাজ ফেলে রাখে না। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করে থাকে ।
আবার আমাদের দেশের মানুষ ফাও ফাও সময় পার করতে পছন্দ করে। সময়ের সঠিক ব্যাবহার করতে জানে না। শুধু সময় নষ্ট করতে পারে। আমাদের দেশের মানুষের ১ দিনের কাজ শেষ করতে ৫ দিন লাগাই । যত ফাকি দেওয়া যাই। এই জন্য অন্ন দেশের তুলনাই আমাদের দেশ অনেক পিছনে পড়ে যাচ্ছে । এবং বাংলাদেশ দুর্নীতির জন্য আর আক্রন্থ হচ্ছে । দেশের মানুষের চাহিদা পুরন হচ্ছে না। সরকার থেকে যা বাজেট থাকতেছে সব নেতারা খাইয়া ফেলতেছে। আর বাংলাদেশ অনেক পিছনে পড়ে যাচ্ছে । আর থেকে বেরিয়ে আশা সম্বভ নাই । কারন এর থেকে বেরিয়ে আসার জন্য দেশের নেতাদের অনশগ্রনের প্রয়োজন কিন্তু তারাই দেশের ক্ষতির জন্য কাজ করতেছে । আর দেশের সময় নষ্ট করতেছে।
সুতরাং আমাদের জীবন উন্নত করতে হলে সঠিক সময়ের ব্যাবহার করা শিখুন তাহলে দেশ অনেক অংশে উন্নত হবে। আপনিও ভাল ভাবে জীবন যাবন করতে পারবেন।