দুর হতে বহুদুরে অন্বেষনে খুজে ফিরি নানান দেশের নানান সৌন্দর্য্য। ফিরে দেখি না আমার দেশের ভালবাসায় সিক্ত স্থানগুলি। ভালবাসার এক অভুতপূর্ব স্থান আমাদের এই দেশটি। ছোট এই দেশে কি নেই? আছে লাল সবুজের ছোট্ট একটি পতাকা। এটা এমনি এমনি আসে নি কিন্তু। অর্জন করে নিতে হয়েছে।
আমাদের দেশে দেখার মত অনেক জায়গা রয়েছে। কিন্তু আমাদের চোখে তো নিজের দেশের কিছু ভাল লাগে না। আমাদের বিদেশ বিভুইয়ের সব কিছু ভাল লাগে। নিজের দেশে একটু সময় করে ঘুরে দেখা দরকার। তাহলে আপনার আমার ভুল ধারনা মুছে যাবে।
Divice : Sumsung Galaxy J7
এটি সিলেট জেলার জাফলং। প্রকৃতির এক অপার নিদর্শন। এখানে যারা বেড়াতে গিয়েছেন তাদের কাছে কিছু বলার নেই কিন্তু যারা এখনও যান নাই, তাদেরকে বলছি ঘুরে আসুন একবার। দেখবেন ফিরে আসতে ইচ্ছা হবে না। বার বার যেতে ইচ্ছে জাগবে।
Divice : Sumsung Galaxy J7
পশ্চিমে সুবিশাল চা বাগান এবং উত্তর মাথা উচু করে দাড়িয়ে থাকা পাহাড়। সত্যি চোখ জুরিয়ে দেবার মত দৃশ্যপট। স্বচ্ছ নীলাভ পানি দেখলে গা ভিজাতে কার না ইচ্ছা হয়। এটি সিলেটের লালাখাল নামক জায়গা। এখানেও ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস আপনার ভ্রমনটি মনে রাখবার মত হবে।
Divice : Sumsung Galaxy J7
এমন সুন্দর জায়গা না ঘুরে কেন বিদেশে যাওয়ার জন্য উতলা হয় মানুষ আমার বুঝে আসে না।