বাংলাদেশে প্রতিনিয়ত রেললাইনে দূর্ঘটনা বেড়েই চলছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় যে বিভিন্ন স্থানে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মানুষ মরছে। এ সকল দূর্ঘনার বেশির ভাগই অসচেতনতার কারনে ঘটে থাকে। বিশেষ করে বর্তমান সময়ে মোবাইলে কথা বলতে বলতে আর কোন হুশ থাকেনা মানুষের। কখন যে ট্রেন চলে আসে তারা বুঝে উঠার আগেই দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরন করে। বিষয়টি সকলের কাছেই অপ্রত্যাশিত। সম্প্রতি একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে একটি মধ্য বয়সী লোক ট্রেন লাইনের উপরে শুয়ে থেকে মোবাইলে কথা বলছে। ছবি দেখে মনে হচ্ছে লোকটি কথা বলতে বলতে আর ইহজগতে নাই। সে যে কোথায় কত বিপদজনক জায়গাতে শুয়ে থেকে কথা বলছে তার সেই দিকে কোন খেয়ালই নাই। ছবিটি কোন এলাকার তা বোঝা যায় নাই। ছবিটি দেখে সবাই লোকটিকে সমালোচনা করছে। তার এমন অসতর্ক ও মূর্খতা পূর্ণ কাজের জন্য সবাই বিশ্ময় প্রকাশ করেছেন।