by Narocky71 on Narocky's Blog
View my bio on Blurt.media: https://blurt.media/c/narockysblog
Touching nature from the moving road
Today, while riding a motorcycle, I suddenly saw an extraordinary natural scene on one side of the road. I had my mobile phone with me, so I didn't delay in capturing the moment. As soon as I looked at the right side of the road, I saw a breathtaking array of greenery, a row of tall trees in the distance, and a narrow river channel in the middle. The smell of rice was in the air, and the sound of birds chirping seemed to bring the entire environment alive.
I was recording the video slowly. The experience of seeing nature from a moving car is always different. It's a moment where you are moving, and at the same time, you are touching peace in your mind. The wind was blowing slowly over the small canal on the side of the road, and on the other side of the canal was an open field, where one or two farmers were working. That scene reminds me of the rural beauty of our country, which never gets old.
This video is not just a routine scene for me, but a piece of joy that I suddenly met with nature on my journey. Seeing such a view, even the fatigue of the road seems to disappear.
Hashtag:
#NatureOnTheGo #MotorbikeView #GreenBangladesh #VillageScene #TravelVlog #GramerRasta #NatureLovers #JourneyThroughGreen
চলন্ত পথ থেকে প্রকৃতির ছোঁয়া
আজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে রাস্তার একপাশে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য। সঙ্গে ছিল মোবাইল, তাই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে একটুও দেরি করিনি। চলন্ত অবস্থায় রাস্তার ডান পাশে চোখ পড়তেই মন জুড়ানো সবুজের সমারোহ, দূরে উঁচু গাছের সারি আর মাঝখানে একটি সরু নদীখাল চোখে পড়ল। বাতাসে ছিল ধানের গন্ধ, আর পাখির কিচিরমিচির শব্দ যেন পুরো পরিবেশকে জীবন্ত করে তুলেছিল।
আমি আস্তে চালিয়ে ভিডিওটি করছিলাম। চলন্ত গাড়ি থেকে প্রকৃতিকে দেখার অভিজ্ঞতা সবসময়ই ভিন্নরকম। এমন একটি মুহূর্ত যেখানে আপনি গতিতে আছেন, আবার মনের চোখে শান্তিকে ছুঁয়ে যাচ্ছেন। রাস্তার পাশে ছোট খালটির ওপর দিয়ে ধীরে ধীরে বাতাস বইছিল, আর খালের ওপারে ছিল খোলা মাঠ, যেখানে দু-একজন কৃষক কাজ করছিল। সেই দৃশ্য মনে করিয়ে দেয় আমাদের দেশের গ্রামীণ সৌন্দর্য, যা কখনো পুরোনো হয় না।
এই ভিডিওটি আমার কাছে কেবল একটি রুটিন দৃশ্য নয়, বরং প্রকৃতির সঙ্গে যাত্রাপথে হঠাৎ দেখা হয়ে যাওয়া এক টুকরো আনন্দ। এমন দৃশ্য দেখে পথের ক্লান্তিও যেন উধাও হয়ে যায়।
হ্যাশট্যাগ:
#NatureOnTheGo #MotorbikeView #GreenBangladesh #VillageScene #TravelVlog #GramerRasta #NatureLovers #JourneyThroughGreen