ছবি টি দেখে আপবি কি ভাবছে??
এটা পার্ক করার উদ্দেশ্যে না। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়াতে তাড়াহুড়া করে পাশে আশ্রয় নেয়ার জন্য করেছে।
নিজের বাইকের মায়া সবার আছে, এভাবে রাখলে রানিং গাড়ির ধাক্কা লাগার সম্ভাবনা প্রবল। আর কেউই চায় না তার নিজের বাইকটির সাথে এমন কিছু হোক।
কোনকিছু বলার পূর্বে ঘটনা কি তা সঠিক পর্যবেক্ষন করে নিন।