তোমার সেই তুমি আজো বন্দী আমার চোখে
এ শহরের অলিগলি জানলো কতো গল্প
আমার আকাশ ভাঙা স্বপ্ন নিয়ে আকা ছবি
আমি ই কেবল হারিয়ে বেড়াই, খুঁজে বেড়াই
মুঠো ভরে ভালোবাসা নিয়ে তোমার জন্যে
ডাকতে সাহস না পেয়ে উড়িয়ে বেড়াই
বেনামি সেসব চিঠি, পড়ে থাকে বইয়ের ফাঁকে
তোমার আকুল আর্তনাদ শুনেও শুনিনা আজ
হাজার চেয়েও খোলা হয়না সেসব চিঠির ভাজ
আমি আবারো কুড়িয়ে নেই দু মুঠো যত্ন
রাতভর তোমায় আবার আমার করে সাজাই
কিন্তু ভোর হতেই সেসব লুটিয়ে পড়ে,
হাটু গেড়ে বসে আমি শুধু নিজেকে সামলাই
এ আমাকে না আমি চেয়েছি,না তুমি
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সেই আমাদের
আহা রে কতো অট্টহাসির শব্দে পার করা রাত
কতো ওয়াদা,কতো পথ যাবো হাতে রেখে হাত
এ আঙুল এর ফাঁকে আজ শুধু তোমার হয়ে
বয়ে যাওয়া অভিমান,আর্তনাদ, ক্ষোভ জমা
আজ দেখো ঠিকই সেই অমাবস্যা আসে,
বছর ঘুরে,মাস ঘুরে, চাঁদের হাটে পূর্ণিমা হাসে
শুধু আমরা আর একসাথে চাঁদ দেখিনা...
বারান্দায় বসে গল্প করার স্বপ্ন বুনিনা...
আজ ও তুমি ঘুমাও, আমি ঘুমাই
শুধু আমাদের স্বপ্ন গুলো মেলেনা...