খুলনার আবহাওয়া আজ কাল খুব একটা ভালো নয় । দিনের বেলায় খুব গরম আর রাতের বেলাতে কাল বৈশাখী ঝড় লেগেই আছে । ঝড়ের সাথে সাথে বজ্রপাত আর বিদ্যুৎ হীন শহর , এ যেন ভয়ংকর অবস্থা । তীব্র গরমে পানির লেয়ার নীচে চলে যাওয়ায় বেশীর ভাগ টিউবওয়েলে পানি উঠছে না। শহর যেন সাহারা মরুভুমির আকার ধারণ করেছে । তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে । অনেকে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে বিছানাগত । এভাবেই চলছে খুলনা শহর ।
আসলে বাংলাদেশের বেশীর ভাগ এলাকাতেই এই অবস্থা বিরাজমান । অন্য দিকে পৃথিবী জুড়েই কিন্তু তাপমাত্রা বাড়ছে কারণ গ্রিনহাউস গ্যাস । অধিক মাত্রাই গ্রিন হউস গ্যাস নির্গমের ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন ঘটছে । বাংলাদেশ তথা বাংলাদেশের উপকুলীয় অঞ্চল গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর অন্যতম ক্ষতি গ্রস্থ অঞ্চল । যার মধ্যে খুলনা ও রয়েছে ।