Sheikh Rasel Eco Park visit || Today's vlog || annisha's vlog
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। তো আজকের ব্লক টা হচ্ছে শেখ রাসেল ইকোপার্ক নিয়ে। আমরা খুলনায় যারা থাকি তারা কমবেশি সবাই শেখ রাসেল ইকো পার্ক কথা শুনেছি। ইকোপার্কটা কিছুদিন আগ পর্যন্ত বন্ধ ছিল। কিছুদিন আগেই এই ইকো পার্কটা আবার নতুন করে খোলা হয়েছে। আমি যাব যাব করে যাওয়া হচ্ছিল না তাই হঠাৎ করে আমরা কোন প্ল্যানিং ছাড়াই চলে গেলাম শেখ রাসেল ইকো পার্কে। ইকোপার্ক টা অনেক সুন্দর কিন্তু এখানে একটাই সমস্যা এর ভিতরে খাবারের কোন জিনিস পাওয়া যায় না। যদি হাতে কিছুক্ষণ সময় নিয়ে যেতে হয় তাহলে সাথে করে খাবারও পানি নিয়ে যেতে হবে । এবার আসি পার্কের সৌন্দর্যের কথা নিয়ে। কয়েকটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট আর এখানে পিকনিক স্পট রয়েছে আর বাচ্চাদের জন্য জাস্ট দুটো তিনটে খেলনা রয়েছে আর তেমন কিছুই নেই কিন্তু পার্কে যে সুন্দর্য সেটা আপনাদের মুগ্ধ করে তুলবে আমি আমার এই ভিডিওতে যতটুক পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।।
Explore with me the Moerputten and its bridge ~ in Den Bosch ~ The Netherlands 🇳🇱
Explore with me the Moerputten and its bridge ~ in Den Bosch ~ The Netherlands 🇳🇱Welcome to the Moerputten bridge (former railway bridge) and its surroundings ~ in Den Bosch ~ The Netherlands 🇳🇱 We will go for a long walk through a tree lined path - where once the train track was…