ব্যাপারটা কিভাবে নিবেন জানি নাহ তবে আমি মনে করি তৃতীয় বিশ্বের জনগনের ধৈর্য্যশক্তি বেশি বলেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেই এই কথাটা যেমন স্বাভাবি, আবার যার ইনকাম যতবেশি তার ঊপর নির্ভরশীল লোকের সংখ্যাও বেশি, আবার একই সাথে দুর্নাম বেশি।
সব কিছুর মূলে আমাদের জনসংখ্যা এই ছোটো পরিসরের জায়গায় খুবই বেশি! কিভাবে যে সবাই খেয়ে পড়ে বেঁচে আছে তা কেই বা জানেন।
তবুও ভাই আমি আশাবাদী
RE: নিরপেক্ষতার সমীকরন (The equation of neutrality)