হুম দাদা, আমি আপনার কথা বুঝতে পারছি! কিন্তু আমার মনে হয় নতুনেরা এসে আগে ম্যাগাজিনটাই মনোযোগ সহাকারে পরুক, দেখুক, মর্মার্থ বুঝুক। তারপর তাদের যদি মনে হয় তারা কন্ট্রিবিউশানের সামর্থ্য রাখে এবং একাগ্র ইচ্ছা রাখে তবে তাদের উসপিস দেখেই বোঝা যাবে যে তারা কন্ট্রিবিউশান করতে চাচ্ছে।
আমি জানাতে চাচ্ছিলাম আগে চর্চা পরে অংশগ্রহণ।
এইতো দাদা।
RE: BDCommunity Presents - The Weekly Turni