একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি এবং এই কনটেন্টটি তৈরি করা হয়েছে, আশা করি সবার এ গল্পটি পড়ে ভাল লাগবে।
❤💕সমাপ্তির অসমাপ্ত গল্প💕❤
💘💘৩য় & ৪র্থ পার্ট 💘💘
মেঘ হোয়াটসএ্যাপর এস এম এস টা চেক করে দেখে। কেউ যেন হায় লিখছে,
যদি ও মন খারাপ ছিল মেঘ রিপ্লাই করলো,
হ্যালো, কেমন আছেন? কে আপনি?কেন পরিচয় না দিলে কি রিপ্লাই আসবে না? তা না রিপ্লাই করার আগে জেনে নেওয়া ধরকার না আমি যার সাথে কথা বলছি মানুষটা কে?
ও মনে করেন না অপরিচিত কেউ,
ওকে, কি করেন?
মেঘ প্রতি উওরে বললো গান করতেছি, ( মেঘ গান করতে ভিষন পছন্দ করে) আরে বাহ একটা গান সুনাবেন যদি আপনার প্রবলেম না থাকে😘
সুনাতে পারি এক শর্তে😗
কি শর্ত?
আগে আপনার নাম পরিচয় দিতে হবে 😇
আমি পাহাড় ( কি ভাবছেন আপনারা ইনি হিরো, জ্বী এইবার আপনারা ঠিক ধরেছেন, আমাদের এই গল্পের হিরো এনি)
আচ্চা পাহাড় তো বাড়ী কোথায় আপনার?
আমার বাড়ী ফেনীতে, মেঘ তো কি করেন আপনি?পাহাড় বলে আমি গ্রাফিক্স ডিজাইনার।
পাহাড় বললো আপনি কি করেন জানতে পারি?মেঘ কেনো বলবো আমি আপনাকে? আপনি কে হোন যে আপনাকে বলতে হবে?পাহাড় বললো বলেন না প্লিজ! আমি মেঘ,বাড়ি নোয়াখালি,কোম্পানিগঞ্জ, বসুরহাট
।ইন্টার প্রথম বর্ষের ছাএী আমি ,,,,,,মেঘ বলে আচ্ছা আপনি গান পছন্দ করেন?পাহাড় বলে তেমন একটা না।
তখন মেঘ বলে আচ্ছা তাহলে আপনি কি পছন্দ করেন শুনি?পাহাড় বলে আমি গোলাপ ফুল ভিষন পছন্দ করি।(আহা কি সর্বনাশ)কিন্তু মেঘ তো গোলাপ একদমই পছন্দ করে না।
তাদের আবার ঝগড়া শুরু!(আচ্ছা সব ভালোবাসার গল্পের শুরুটাই কি জগরা দিয়ে হয় ?)...তার পরে পাহাড় মেঘকে গোলাপের গুনাগুন সম্পকে বলতে শুরু করলো(গোলাপ জল ছাড়া মাংস রান্না হয় না,গোলাপ জল ছাড়া দাপন হয় না,গোলাপের ঘৃানে হাজারো রোগের ঔষুধি কাজ করে ব্লা ব্লা ব্লা)মেঘ বললো ঔটা ঘৃান না গন্ধ....প্লিজ একটা গান শুনান!
গানের কথা উঠলে মেঘ কাউকে না বলতে পারে না।তাই সে পাহাড়কে একটি গানের চার লাইন শুনালো(ভালো লাগে তোরিই পিরিতি সে পিরিতে মরন ও মেনে নেবো শুধু মরন ও কালে তোকে প্রান হীন দেহ মাঝে টেনে নেবো.এই পারে ঔ পারে দুইজনে হবো আপন)গান শুনে পাহাড় চুপ করে রয়লো।
কিছু ক্ষন পর মেঘ বলে হ্যালো আপনি কি আছেন?তখন পাহাড় বলে নেই,গানের জগৎ হারিয়ে গেছি,আজ থেকে আমি কারো গান শুনবো না।শুধু তোমার গান শুনবো, সরি মেঘ তুমি করে বলে ফেললাম।
মেঘ বলে মামার বাড়িরের আবদার পাইছেন?আমি আপনাকে সব সময় গান শুনাবো কেনো!...(এখানে আরো কিছু দিয়েন) . টুকিটাকি কথায় চলে গেল সাতটা দিন, কোন এক কারনে মেঘের বনের বিয়েতে ঝামেলা হয় তখন পুরো পরিবারটাই আপসেট ছিলো 😪আর সেই সুভাদে মেঘ ও আপসেট , আর ঠিক তখনি এই পাহাড় ওকে সময় দিত, ( আপনি কোটিপতি কোটি টাকা আছে কোন লাভ নাই, এই টাকা গুলো ও বিরক্তিকর হয়ে যাবে যদি প্রিয় মানুষটার জন্য আপনার সময় না হয় )
আর সেই সময় পাহাড় মেঘের যথেষ্ট কেয়ার ও করতো, দুস্টামি, খুনসুটি, আর ঝগড়া ওটাতো কি বলতে হবে বুঝে নেন,
আর সেই সুবাদে মেঘ পাহাড় এখন খুব ভালো বন্ধু , বিধীর নিয়ম গুলো ও না ভিন্ন ধরনের আমাদের দুর্বল সময়ে যারা আমাদের পাশে থাকে,তাদের প্রতি আমাদের একটা মোহ মায়া জম্ম নিয়ে নেয়,
👇👇👇👇👇👇👇 ( ওই কই যাচ্চেন 👇নিছে ৪র্থ পার্ট আছে ওইটা পড়ে যান)👇👇👇👇👇👇👇
এখন মেঘের যাথারিতি পাহাড়ের সাথে কথা বলাটা একটা অভ্যাস এ পরিনিত হয়ে গেছে, হঠাৎ একদিন মেঘের মোবাইলে একটা এস এম এস আসে।ওইটায় ছোট্ট একটা গল্প ছিলো 😎
গল্পটা:একটি ছেলে আর একটি মেয়ে পাশাপাসি দুইটা বাড়িতে থাকতো,মেয়েটি প্রতিদিন ছাদে আসতো,একদিন ছেলেটি ও ছাদে আসলো ।মেয়েটিকে বললো,আচ্ছা আপনি প্রতিদিন ছাদে আসেন কেনো?মেয়েটি বলে আমার আকাশ দেখতে ভালো লাগে তাই।
ছেলেটি বলে অনেক দিন ধরে তো আকাশটা মেঘলা,মেয়েটি বলে আমার মেঘলা আকাশ ভালো লাগে। তখন মেয়েটি বলে আচ্ছা আপনি ছাদে কেনো আসেন,ছেলেটি কিছুই বলে না। চলে গেলো,
কিছু দূর গিয়ে ছেলেটি আবার ফিরে এলো।
আর বললো আচ্ছা আকাশে যেমন একটা চাঁদ থাকে তেমন আমাদের দুইজনের মাথার উপরে একটা ছাদ থাকতে পারে না?কয় এক বছর পরে দেখা গেলো আকাশে একটা চাঁদের মত,তাদের দুইজনের মাথার উপরে একটা চাঁদ।কিন্তু কেউ কাউকে বলে নি আমি তোমাকে ভালোবাসি 😍
গপ্লটার নিছে লিখা ছিল তুমি কি আমাকে এমন ভাবে ভালবাসতে পারবে,
মেঘ তো আকাশ থেকে পড়লো, মেঘ হতভম্ব হয়ে গেলো, একটু পর আবার পাহাড় কি পারবে তো?
মেঘ পারবো 😍 ( মেঘ ভাবতে লাগলো আমি কি সেই মেঘ যে কিনা ছেলেদের সহ্য করতে পারতাম না দুর এখন আর কি হবে হে তো বলেই দিলাম)
মেঘ পাহাড়কে বললো আচ্চা বিনিময়ে আমি কি পাবো 😀কি চাই তেমার?
আরো বেশী ভালোবাসা, ওকে আমি চেস্টা করবো 😍শুরু হয়ে গেল প্রেম, (মেঘ পাহাড়ের প্রেম) কিন্তু কে বা জানতো,
অনেক বছর আগের একটা পুরনো ছবির ফ্রেমে....... ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে পাহাড় মেঘকেই মুছে দিবে পাহাড়......😞
😞😞 যাকগে ফিরে যাই গল্পে,
যাথারিতি কথা হচ্চে ওদের,
প্রথম দিকে পাহাড় ঠিক ছিলো😍
কিছুদিন পর দেখা গেল পাহাড় ওর বন্ধু বান্ধব নিয়েই ব্যস্ত থাকে সব সময় ওর বন্ধুরাই ওর সব , সে হয়তো ভুলেই যেতো কেউ একজন তার জন্য অপেক্ষা করে, তার কলের আশায় মোবাইলটা বার বার দেখতো 🙄 তার ওই জিনিসটা খেয়াল ই পড়তো না " তখন মেঘ ভাবতো ও মেঘকে অবহেলা করছে নাতো?
তারপর ও মেঘ নিজেকে সামলিয়ে নিয়ে পাহাড়ের সাথে কথা বলে 😆 একদিন মেঘ পাহাড়কে জিগ্যেস করে,
পাহাড় তুমি কি আমাকে বিয়ে করতে পারবে,
পাহাড় বলল হম্ম কেন নয়, আমি আমার আম্মুকে বললে আমার আম্মু আমার কথা পেলতে পারবে না, কেননা মেঘ জানতো পাহাড় বড় ছেলে, ওরা ইচ্চে করলে ও লাভ ম্যারেজ করতে পারে খুবই কম ,পাহাড়ের কথা শুনে মেঘ নির্ধিদায় পাহাড়কে ভালোবেসে যায় ,
Part : 1 and 2 post link.
@women-power/the-unfinished-story-of-completion
@women-power/7ltkcx