ভূমিকাঃ
নতুনদের জন্য বেসিক বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আমি এই বিডি কমিউনিটিতে লিখে যাচ্ছি। আজকে আসলে কোনো বেসিক বিষয় নয় বরং নতুনদের জন্য কিছু পরামর্শ নিয়ে এসেছি। যে ভুলগুলো নতুন হাইভাররা সহসাই করে থাকে। যারা প্রথমদিকে কাজ করা শুরু করে অনেকেই হয়তোবা আরেকজন থেকে শুনতে পেয়ে কাজ শুরু করে। এরকম খুব কম মানুষের ক্ষেত্রেই হয় যারা কিনা নিজে থেকে পড়াশোনা করে, জেনে বুঝে তারপরে কাজ শুরু করে। বেশিরভাগই এরকম করে যে তারা অন্যের থেকে একটু ধারণা নিয়ে এই কাজটা শুরু করে দেন। আবার অনেক্ষেত্রে এরকমও হয় যে,যাদের থেকে ধারণা নেয় তাদের নিজেরও তেমন গভীর ধারণা নেই। সেক্ষেত্রে যেহেতু প্রথমদিকে কিছু আয় করার জন্য আসেন তাই পড়াশোনার দিকে মনোযোগ না দিয়ে বরং কাজের দিকে বেশী মনোযোগ দিয়ে থাকেন। এবং আরো কিছু সাধারণ ভুল প্রায়ই করে থাকেন যা তাদের হাইভ ক্যারিয়ারে ভাল ফলাফল বয়ে আনে না। আবার অনেক সময় কাজ ছেড়ে দেন। তাই আজকে আমি পাঁচটা সাধারন ভুল যা নতুন হাইভ ব্যবহারকারীরা করে থাকে (যা করা উচিত নয়) এই বিষয় নিয়ে কিছু কথা লিখাব।
১। ছোট ছোট পোস্ট করা
প্রথমদিকে এরকম অনেককে দেখা যায় যারা এখানে জয়েন করার পর এটাকে ফেসবুকের মত মনে করে অথবা অন্য সোশ্যাল মিডিয়ার মত মনে করে। যাতে করে তারা এখানে শুধুমাত্র অল্প কিছু ছবি ও কয়েকটা কথা দিয়ে একটা পোষ্ট করে থাকে। আসলে এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ এটা কোন গতানুগতিক সোশ্যাল মিডিয়া ধরনের প্লাটফর্ম নয় বরং এটা হচ্ছে একটা ব্লগিং ধরনের প্লাটফর্ম যেখানে যে কোন বিষয়ের উপর কেউ কিছু লিখবে যাতে করে কমিউনিটির অন্যরা নতুন কিছু শিখতে পারে বা উপকৃত হতে পারে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য হাইভের। এখানে ছোট ছোট কয়েকটা পোস্ট করা বা কিছু ছবি আপলোড করা নতুন্দের জন্য একটা ভুল। তবে যারা কিনা আর্ট থাকেন বা প্রফেশনাল ফটোগ্রাফি করে থাকে তাদের জন্য দুই একটা ছবি দিয়েই ভাল পোস্ট হতে পারে। আর্ট বা প্রফেশনাল ফটোগ্রাফির কমিউনিটিতে এরকম দুই একটি ছবি আপলোড করাই অনেক বড় ব্যাপার। কিন্তু সাধারণ কিছু ছবি এবং এর সাথে কিছু লেখা মিলিয়ে একটা পোস্ট করা কখনোই উচিত হবে না নতুনদের জন্য। কারণ এখানে কমিউনিটিতে ভাল কনটেন্ট (পোস্ট/ লিখা) দেয়ার মাধ্যমেই ভোট পাওয়া যাবে এবং অনেক সদস্যের সাথে পরিচিত হওয়া যাবে।
২। প্লাগিয়ারিসম ও কপিরাইট
এই বিষয় নিয়ে আমি আলাদা করে বিস্তারিত বর্ণনা করব। তবে এখানে কেবল মাত্র এটাই বলে রাখছি যে আপনি নিজের কনটেন্ট ছাড়া অন্য কারো থেকে কিছু নিয়ে পোস্ট করবেন না। অর্থাৎ ইন্টারনেট থেকে, অন্য কোনও সোশাল মিডিয়া থেকে বা কারো কোন কাজ থেকে আপনি তাকে ক্রেডিট না দিয়ে এখানে পোস্ট করতে পারবেন না। আবার যদি আপনি ক্রেডিট দেনও তাহলে একটা ব্যাপার উঠে আসে যে তার থেকে কতটুকু কনটেন্ট নিতে পারবেন সেটার একটা সীমাবদ্ধতা রয়েছে। কারন বুঝতেই পারছেন ক্রেডিট দিয়েই যদি কারো লিখা সম্পূর্ন নেয়া যেত তবে সবাই সবাইকে ক্রেডিট দিয়ে দিয়ে অন্যের লিখা দিয়েই পোস্ট দিয়ে যেত। তাই এ বিষয়ে পরবর্তীতে আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। নতুনরা এই ভুলটা বেশি করে থাকেন যে অন্য মিডিয়া থেকে বা ইন্টারনেট থেকে কনটেন্ট নিয়ে এখানে আপলোড করে থাকেন। এটা কখনোই করা যাবে না।
৩। না বুঝে পোস্ট করা বা কমেন্ট করা
নতুন হাইভ ব্যবহারকারীরা এখানে এসে আসলে পড়াশোনা করেন না। কোন কমিউনিটি কি ধরনের কাজের জন্য, কোন কমিউনিটিতে কি ধরনের পোস্ট করা যাবে বা কি ধরনের পোস্ট করা যাবে না, কি ট্যাগ কি কাজে ব্যবহার করা হয় ইত্যাদি ব্যাপারগুলো জানেন না। তাই একেক ধরনের কমিউনিটির পোস্ট অন্য কমিউনিটিতে করে থাকেন যেমন স্প্যানিশ ভাষার কিছু কমিউনিটি আছে সেখানে শুধুমাত্র স্প্যানিশ ভাষায় পোস্ট করা যাবে কিন্তু ইংরেজিতে পোস্ট করা যাবে না। এরকম কোন ভূল করলে সরাসরি ডাউনভোট পেতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে না বুঝে পোস্ট করা, ছোট ছোট কিছু কমেন্ট করা এই কাজগুলো করে থাকেন। আসলে ছোট ছোট কিছু কমেন্ট যেমন থ্যাঙ্ক ইউ এই বিষয়গুলো সবক্ষেত্রে মানায় না । তাই এ ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকা, পাশাপাশি না বুঝে ও পড়ে কোন কমিউনিটির পোস্টে কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে।
যেমন উদাহরনস্বরূপ লিঙ্কু ভাইয়ের বেম্বু। শুধু মজা করার জন্য উদাহরণটি দিলাম
৪। ধৈর্য হারিয়ে ফেলা
নতুন ক্ষেত্রে এটা একটা সাধারন সমস্যা যে তারা একটা কনটেন্ট ক্রিয়েট করে সেটাতে আপভোট না পেলে ধৈর্য হারিয়ে ফেলেন। আসলে এখানে বুঝতে হবে যে, অন্যরা এখানে অনেক বেশি সময় দিয়ে তাদের প্রফেশনটা এখানে তৈরি করে নিয়েছে অথবা এখানে একটা অবস্থান তৈরি করে নিয়েছে । কিন্তু প্রথমদিকে তারা এ রকম সুযোগ-সুবিধা অবশ্যই পায়নি । তাই শুরুর দিকে ভালো পোস্ট করেও আপভোট নাও আসতে পারে কিন্তু সেটা নিয়ে মন খারাপ না করে কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আমরা যখন পোস্ট করি তখন মনে করি যে, আমার পোস্টটি অনেক ভালো হয়েছে কিন্তু আসলে এটা অন্যের চোখে ভালো নাও হতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে আমার কনটেন্ট ভাল কিন্তু এরচেয়েও ভাল ভাল কনটেন্ট অন্যরা হয়তো ক্রিয়েট করেছে তাই সেগুলোতেই মানুষ ভোট দিয়েছে। যদি এই দুইটার কোনটাই না হয়ে থাকে তারপরও যদি আপনি আপনার পোস্টে আপভোট না পান তারপরও ধৈর্য্য না হারিয়ে বরং কাজটা চালিয়ে যাওয়া উচিত। ভাল লিখে কাজ চালিয়ে যান, আপভোট পাবেনই।
Source: Image by Tumisu from Pixabay
৫। এডিটিং ও ফরমেটিং না করা
আমি এরকম অনেককে দেখেছি যারা এখানে একাউন্ট খুলেই পোস্ট করা শুরু করে দিয়েছে কিন্তু তার কনটেন্টগুলো কে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারছেনা অর্থাৎ লিখাতে কোয়ালিটি রয়েছে এবং ইনফরমেশনও রয়েছে কিন্তু ভাল্ভাবে ফরমেটিং করছে না। কোথায় ছবি দিতে হবে, কোনটাকে টাইটেল করতে হবে, কিংবা কোথায় হাইলাইট করতে হবে এই জিনিসগুলো না বুঝার কারনে তার লেখাটাকে সুন্দর ভাবে সাজাতে পারছে না। এটা আমরা সবাই জানি যে, পরীক্ষার খাতায় আপনি খুব ভালো কিছু লিখলেন কিন্তু হাতের লেখা সুন্দর না হবার কারনে, গুছিয়ে ও সাজিয়ে না লিখার কারনে আপনার মার্কস কিছু না কিছু কমে আসবে । কারণ কোন একটা লেখা/পোস্ট প্রথমে ইম্প্রেশন ক্রিয়েট করা হচ্ছে তার ফরমেটিং দিয়ে । তাই ফরমেটিং ভালো না হলে অনেকেই ওই লেখাগুলো পড়তে চায় না। সে ক্ষেত্রে আপনাকে আগে ফরমেটিং স্টাইল গুলো জানতে হবে এবং ফরমেটিং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে লেখাকে সুন্দর করে সাজিয়ে তারপরে পোস্ট করতে হবে।
শেষকথাঃ
আশা করি এই পাঁচটি ভুল এড়িয়ে চললে নতুনরা খুব দ্রুত এখানে সফলতা অর্জন করতে পারবে। ধৈর্য নিয়ে, পড়াশুনে করে কাজ করুন। আজকের লিখা থেকে যদি কমিউনিটির বাংলা ভাষাভাষি সদস্যবৃন্দ কিছুটা উপকৃত হয়ে থাকে তাহলে এই লেখার সার্থকতা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
Source: Image by janjf93 from Pixabay
আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ
নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।
আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা
গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য
হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি
হাইভ একাউন্টের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কী(Key) এর খুটিনাটি
হাইভে নামের পাশে যে রেপুটেশন (Reputation) দেখায় তা কি, কেন, কীভাবে হিসাব করা হয় ও গুরুত্ব বিস্তারিত
হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত
হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) এর মধ্যে পার্থক্যগত সম্পর্ক
রিসোর্স ক্রেডিট নিয়ে বিস্তারিত যা নতুনদের জানা জরুরী
কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১
কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ২
কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৩
কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৪ ও শেষ পর্ব
সহজ ভাষায় ব্লকচেইন ও ডিজিটাল কারেন্সি
সহজ ভাষায় হাইভ ব্লকচেইন ও উইটনেসেস
হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন
আমি কে
আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।
Upvote, Resteem and Follow me on hive @engrsayful
Find me on social media
Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter